দীর্ঘ এক যুগ পর মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন
হোসাইন আহমদ॥ দীর্ঘ ১২ বছর পর সম্ভাবনাময় ও সৎ নেতৃত্বের অনুসন্ধান ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে মৌলভীবাজার জেলায়। পৌর শহরের বিভিন্ন রাস্তায় বাঁধা হয়েছে ৩০টি তোরণ। শহর জুড়ে বিভিন্ন স্লোগান সংবলিত নানা ধরনে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।
৪ মে সকাল ১১টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।
জেলা ও স্থানীয় নেতা-কর্মীদের মাঝে সম্মেলনকে সামনে রেখে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এমনকি চলছে সারা শহর জুড়ে মাইকিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রার্থীর পক্ষে চলছে ব্যাপক লেখালেখি। সম্মেলনকে স্বাগত জানিয়ে জেলা যুবলীগ সভাপতি মোঃ ফজলুর রহমান এর নেতৃতে বিকালে নেতাকর্মীরা শহরে বিশাল আনন্দ মিছিল বাহির করে।
দীর্ঘ ১২ বছর পর নির্ধারিত এ সম্মেলন হওয়ায় দলের তৃনমূল নেতা কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের ফিরে এসেছে। যুবলীগের নেতা-কর্মী থেকে শুরু করে সমর্থকদের মধ্যে পরিবর্তনের সুর বইছে। দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বাতাস বয়ে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে নির্বাচন করার জন্য প্রচার-প্রচারণা করেছেন। কে হবেন মৌলভীবাজার জেলা যুবলীগের নতুন কান্ডারি এ নিয়ে কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এরই মধ্যে পদ প্রার্থীরা তাদের তাহ ঘুরাচ্ছেন তৃনমূল নেতা কর্মীদের মাঝে। অনেকেই শুরু করেছেন দলের উচ্চ পর্যায়ে লবিং।
প্রকাশ্যে তাদের মধ্যে কোন গ্রুপিং না থাকলে ও অভ্যন্তরীণ ভাবে তিন ধারায় বিভক্ত রয়েছেন নেতাকর্মীরা।
একটির নেতৃত্বে আছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর পতিœ ও সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। অন্যটির নেতৃত্বে আছেন জেলা যুবলীগের বর্তমান সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান। আর অপটির নেতৃত্বে আছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন। যার ফলে আগামীর নেতৃত্ব নিয়ে জনমনে সংশয় রয়েছে। নেতৃত্ব কাদের বলয়ে আসছে এটা জেলার নেতাকর্মীদের মধ্যে আতঙ্কিত প্রশ্ন। ইতি মধ্যে প্রতিটি বলয় থেকে একাধিক প্রার্থী দেয়া হয়েছে।
এব্যাপারে কথা হলে যুবলীগ নেতা আলী বলেন, আমরা চাই সম্মেলনটি সুন্দর ভাবে সফল হোক। আগামী নুতুন নেতৃত্বের মাধ্যমে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান বলেন, সম্মেলনকে সফল করার জন্য ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে তিনি সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগীতা কামনা করেন।
জেলা যুবলীগ সভাপতি মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদ এর পরিচালনায় আগামীকালের সম্মেলনে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক, আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, জেলা আওয়ামলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন