হাকালুকি পারের বন্যার্তদের মাঝে বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজার ত্রাণ বিতরন
July 8, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের তীরবর্তী ইউনিয়ন ভূকশিমইল ও জয়চন্ডিতে ত্রাণ বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা।ত্রাণ বিতরনে অংশ গ্রহণ করেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ মজিদ,উপজেলা দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন,প্রভাষক মোহাম্মদ আলী শামীম,ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. তারূ খান,সম্পাদক আফজাল হোসেন সহ অন্যানরা।
মন্তব্য করুন