এস এস সি ৯১ ব্যাচের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল

আউয়াল কাল্মা বেগ॥ রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচের ছাত্র মরহুম ছয়ফুল আলম খান ও মরহুম তাজুল ইসলাম বেগের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ সেপ্টেম্বর বিকেলে এসএসসি ১৯৯১ ব্যাচ বন্ধুের আয়োজনে সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ভবনে ৯১ ব্যাচের ছাত্র প্রবাসী জাহাঙ্গীর বখতের সভাপতিত্বে ও শংকর দুলাল দেবের সঞ্চালনায় শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান ও নব-নির্বাচিত পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিলন বখত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাকিম বক্স সুন্দর, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর বাজারের ব্যবসায়ী আশরাফ আলী, ৯১ ব্যাচের ছাত্র সিলেটে কর্মরত সিআইডি কর্মকর্তা রিপন দেব, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত দেব, ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন, জিতু বক্স, মরহুম তাজুল ইসলাম বেগের ছোট ভাই নুরুল ইসলাম বেগ প্রমূখ। সভা শেষে মরহুম ছয়ফুল আলম খান ও মরহুম তাজুল ইসলাম বেগের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শিরনি বিতরণ করা হয়।
মন্তব্য করুন