রাজনগরে ভোক্তা অধিকারের অভিযান : ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার মুন্সিবাজার ও তার আশে পাশের এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ১১ সেপ্টেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স ।
অভিযানকালে সিলেট রাজনগর রোডে অবস্থিত মাতৃভান্ডারকে ৪ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত সেবা ফার্মেসীকে ২৫ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করা, নিদিষ্ট তাপমাত্রায় রেখে সাপোজিটরি, ইনসুলিনসহ বিভিন্ন ঔষধ বিক্রয় করার বাধ্যবাধকতা থাকলেও নষ্ট ফ্রিজে রেখে এই সমস্ত ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
মন্তব্য করুন