রাজনগরে আওয়ামীলীগ সভাপতি মিছবাহুদ্দোজা’র দল থেকে অব্যাহতি অবৈধ : প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুদ্দোজা (ভেলাই) দল থেকে অব্যাহতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ দিন যাবৎ আমি উপজেলা আওয়ামীলীগ সভাপতির দ্বায়িত্ব নিয়ে অন্যন্ত সুনামের সাথে কাজ করে আসছি। কিন্তু কেন্দ্রিয় আওয়ামীলীগের কোন নির্দেশনা ছাড়া বিগত ২৭ আগস্ট মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ তরফ থেকে আমাকে সভাপতির পদ থেকে অব্যাহিত দেয়া হয়েছে মর্মে একটি পত্র দেয়া হয়।
পত্র পেয়ে ৩ সেপ্টেম্বর আমি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’র সাথে সাক্ষাত করলে এসময় আওয়ামীলীগ সম্পাদক বলেন, জেলা আওয়ামীলীগ প্রেরিত অব্যাহতির এ পত্রটি সঠিক ও কার্যকর নয়। এসময় তিনি (ওবায়দুল কাদের) আরো বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দলের সভাপতি ব্যতিত দল থেকে অব্যাহিত কিংবা অপসারণ করার এখতিয়ার কারো নাই। উপজেলা আ’লীগ সভাপতি বলেন, বাংলাদেশ আ’লীগ সাধারণ সম্পাদকের এ বক্তব্যের আলোকে আমি রাজনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছিলাম এবং আছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি গোলাম মওলা লুকু, ফতেপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আ’লীগ নেতা ফজর আলীসহ অনেকে।
মন্তব্য করুন