বড়লেখায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফকে সংবর্ধনা

September 15, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফকে সংবর্ধনা দেয়া হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন উপলক্ষে বড়লেখা থানা পুলিশ ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে এ সংবর্ধনার আয়োজন করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীমের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ ও তপন কুমার দাস, থানার উপ-পরিদর্শক মিন্টু চৌধুরী, সহকারি উপ-পরিদর্শক কামাল উদ্দিন, সাইফুল ইসলাম। এসময় এ.জে লাভলু, থানার উপ-পরিদর্শক শরীফ উদ্দিন, কৃষ্ণ মোহন দেবনাথ, সুব্রত কুমার দাস, ইয়াকুব হোসেন, রকিব মুহাম্মদ, রশীদ উদ্দিন, আখতারুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক তরুণ মজুমদার, জাহিনুর রহমান, রাশেদুল হক, জাহাঙ্গীর আলম, পিযুষ কান্তি দাস, আব্দুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com