নিখোঁজের ১৫ দিন পর মনু নদী থেকে লাশ উদ্ধার

September 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারর রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খাস প্রেমনগর থেকে নিখোঁজ থাকার ১৫ দিন পর আজিজুর রহমান (৫৬) নামে এক বৃদ্ধের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজার পৌর এলাকার লোকনাথ মন্দিরের পিছনে মনু নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

আজিজুর রহমান রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খাস প্রেমনগর গ্রামের মৃত এলাইছ মিয়ার পুত্র।

মৃত আজিজুর রহমান এর পুত্র জয়েদ মিয়া জানান, ১৫ দিন আগে বাবা মনু নদীতে গোসল করতে যান পরে অনেক খোজাখুজির পর ২৪ সেপ্টেম্বর দুপুরে লোকনাথ মন্দিরের পিছনে মনু নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
Social Media Auto Publish Powered By : XYZScripts.com