বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৯ উপলক্ষে রাজনগরে র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে বিশ^ জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানাযায়, ‘২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস’ উপলক্ষে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। এএইচআই জয়নাল আবেদিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসান মাহমুদ, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ নিবাস চন্দ্র পাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদ হুসাইন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শংকর দুলাল দেব, ডাঃ দুলাল চন্দ্র বণিক, নার্স সুপারভাইজার নজরুল ইসলাম, সাংবাদিক আহমদ উর রহমান ইমরান প্রমুখ।
মন্তব্য করুন