কুলাউড়ায় পুলিশের অভিযানে বিদেশী মদসহ আটক ১
July 11, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় ৭ বোতল বিদেশী মদসহ সুমেল রবিদাস (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১০ জুলাই বিকেলে তাকে উপজেলার কালিটি- রাঙ্গিছড়া রোড থেকে মদসহ তাকে আটক করা হয়। সে কালিটি চা বাগানের গৌরিশঙ্কর রবি দাসের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি ফোর্স উপজেলার কালিটি-রাঙ্গিছড়া এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, মদসহ আটক সুমেল রবিদাসের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে ও তাকে শনিবার ১১ জুলাই কোর্টে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন