রাজনগরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে সচিবের মতবিনিময়

July 12, 2020,

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ত্রাণ বিতরণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইনশৃংখলা বিষয়ক কার্যক্রম পরিদর্শন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জুলাই বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা সমন্বয়ক মো. আমিনুল ইসলাম খান
উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আয়াতুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ, রাজনগর উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো.শাহজাহান খান,ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) ঊর্মিরায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, রাজনগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম, ইউপি চেয়ারম্যান টিপু খান, ছালেক মিয়া, নকুল চন্দ্র দাশ,প্যানেল চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, কৃষি অফিসার শাহাদুল ইসলাম, সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, শিক্ষা অফিসার জাফর আলসাদেক, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহসভাপতি আব্দুল আজিজ, সদস্য শংকর দুলাল দেব, সাপ্তাহিক রাজনগরবার্তা পত্রিকার সম্পাদক আক্তার হোসেন সাগর, নির্বাহী সম্পাদক আহমদউর রহমান ইমরান ও সাইদুল ইসলাম প্রমূখ।সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়।
প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম খান বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে ভেন্টিলেশন সুবিধাসম্পন্ন আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। সচিব শিক্ষার্থীদের উদ্যেশে বলেন বর্তমানে করোনা দুর্যোগে লেখাপড়ার বিষণ ক্ষতি হচ্ছে দুই বছর যদি এরকম চলতে তাকে ছেলে মেয়েদের শিক্ষা জীবন ঝড়ে পরতে পারে। তিনি কৃষিকে গুরুত্ব বলেন বাড়ির আংগিনা আশেপাশের খালি জায়গায় বেশী করে সাকসবজি ফল ফলাদি চাষাবাদে মনযোগ দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান, যেনো কোন জমি পতিত পড়েনা থাকে এ দিকে নজর দিতে হবে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজনগরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com