কুলাউড়ার কুখ্যাত চোর সাজেদ গ্রেফতার

July 13, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থেকে একাধিক চুরি মামলার পলাতক আসামী কুখ্যাত চোর সাজেদ মিয়া (২৪) কে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পৌর শহরের জয়পাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার রজমুল মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, রবিবার ১২ জুলাই সন্ধ্যায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নির্দেশনায় কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি ফোর্স পৌর এলাকার জয়পাশা এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপ¯ি’তি টের পেয়ে সাজিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, সাজেদ একজন কুখ্যাত গরু ও মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক চুরির মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com