কুলাউড়ায় আরও ১০ জনের করোনা শনাক্ত

July 14, 2020,

এইচ ডি রুবেল॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গের সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলায় দুইদিনে হাসপাতালের নার্স ও স্টাফসহ ১০ জনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, রবিবার ১২ জুলাই রাতে ৪ জন ও সোমবার ১৩ জুলাই রাতে পাওয়া ৬ জনসহ মোট ১০ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
সোমবার ১৩ জুলাই রাতে পাওয়া ৬ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ১ জন, পৌর এলাকার রেলওয়ে কলোনির ১ জন, উছলাপাড়ার ১ জন, হাজীপুরের রজনপুর এলাকার ১ জন, ভূকশিমইলের জাবদা এলাকার ১ জন ও বরমচালের মাধবপুর এলাকার জনসহ মোট ৬ জন।
অপরদিকে রবিবার ১২ জুলাই রাতে পাওয়া ৪ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ১ জন, পৌর শহরের সাদেকপুর রোডের একই বাসার ২ মহিলা ও মাগুরা এলাকার ১ জনসহ মোট ৪ জন। এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১২২ জনে।
এরমধ্যে ৯১ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩১ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com