কুলাউড়ায় আরও ১০ জনের করোনা শনাক্ত

এইচ ডি রুবেল॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গের সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলায় দুইদিনে হাসপাতালের নার্স ও স্টাফসহ ১০ জনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, রবিবার ১২ জুলাই রাতে ৪ জন ও সোমবার ১৩ জুলাই রাতে পাওয়া ৬ জনসহ মোট ১০ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
সোমবার ১৩ জুলাই রাতে পাওয়া ৬ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ১ জন, পৌর এলাকার রেলওয়ে কলোনির ১ জন, উছলাপাড়ার ১ জন, হাজীপুরের রজনপুর এলাকার ১ জন, ভূকশিমইলের জাবদা এলাকার ১ জন ও বরমচালের মাধবপুর এলাকার জনসহ মোট ৬ জন।
অপরদিকে রবিবার ১২ জুলাই রাতে পাওয়া ৪ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ১ জন, পৌর শহরের সাদেকপুর রোডের একই বাসার ২ মহিলা ও মাগুরা এলাকার ১ জনসহ মোট ৪ জন। এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১২২ জনে।
এরমধ্যে ৯১ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩১ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন