কুলাউড়ার বরমচাল-ভাটেরায় মোবাইল কোর্টে অর্থদন্ড

July 15, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে ১৫ জুলাই বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বরমচাল ও ভাটেরা বাজার এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্টান ও ব্যক্তি পর্যায়ে ৮ টি মামলায় মোট ৩ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে যাদেরকে অর্থদন্ড করা হয়েছে তারা হলেন মুখে মাস্ক না পরায় ভাটেরা ও বরমচালের সাদ্দাম হোসেন, হান্নান মিয়া, আজমল মিয়া, লোকমান মিয়া, দিপক মালাকার ও শাহাদাত হোসেনসহ ৬ জনকে ১ হাজার ৮ শত টাকা এবং স্বাস্থ্য বিধি লংঘনের অপরাধে বরমচাল ট্রেডার্সকে ১ হাজার টাকা ও ইমরান ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ৩ হাজার ৮ শত অর্থদন্ড করে আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com