৩৪ দিন পর যুবলীগ নেতা মোশারফ সুমনের করোনা জয়

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক, বেসরকারি এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ সুনামগঞ্জ ছাতক উপজেলা শাখার সিনিয়র মাঠ কর্মসূচী সংগঠক (এসপিও) মোশারফ সুমন (৩৩) টানা ৩৪ দিন করোনা যুদ্ধের সাথে মোকাবেলা করে অবশেষে তিনি করোনা জয় করেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের মিনারমহল গ্রামের বাসিন্দা মছদ্দর আলীর ছেলে।
জানা যায়, গত ৯ জুন সুনামগঞ্জের ছাতক উপজেলায় দায়িত্বপালন কালে করোনার উপসর্গ দেখা দিলে মোশারফ সুমন ছাতক উপজেলা হাসপাতালে প্রথমে স্যাম্পুল জমা দেন। ১১ জুন পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ আসে। তখন তার বাসা লকডাউন করা হয়। হোম আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ঔষুধ সেবন করেন। ঠিক পনেরো দিন পরে ২৪ আবারো কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে স্যাম্পুল জমা দেন। ৩০ জুন পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর উপজেলার সদর ইউনিয়নের মিনারমহল গ্রামে তার গ্রামের বাড়ি লকডাউন করা হয়। পরে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে টানা ৩৪ দিন পর ১৪ জুলাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক তাকে সুস্থ ঘোষণা করলে তিনি করোনা মুক্ত হন।
মোশারফ সুমন জানান, আমার শরীরে করোনা উপর্সগ ছিল, গলা ব্যাথা, কাশি, জ্বর, সর্দি, কখন কখন শ্বাসে কষ্ট হয়েছে। এমন উপসর্গ থাকার কারণে স্যাম্পুল জমা দিলে পরীক্ষায় করোনা পজেটিভ আসে। বাড়িতে আইসোলোশনে থাকা অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করি। ৩৪ দিন বাড়িতে থেকে আমি কোন ভয় না পেয়ে হোম আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলেছি। ভিটামিন সি-জাতীয় ফলমূল খেয়েছি। বিশেষ করে আদা, লেবু, গোলমরিচ, লং, দারুচিনি মিশিয়ে গরম পানি বার বার খেয়েছি। এছাড়া প্রতিদিন গরমপানির ভাপ আর কুলি করেছি। কখনো টান্ডা পানি ব্যবহার করিনি। প্রতিদিন ৪-৫ বার গরম চা পান করি। এভাবে ধীরে ধীরে আল্লাহর রহমতে সবার দোয়ায় সুস্থ হয়ে উঠি।
মন্তব্য করুন