পাপলু খান স্মৃতি ক্রিকেট টুনামেন্টে উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আউয়াল কালাম বেগ॥ রাজনগর সহিদুর রহমান খান পাপলু স্মৃতি ইউনিয়ন কাপ ঞ- ২০ ক্রিকেট টুনামেন্ট ২০২০ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১ ডিসেম্বর সোমবার বিকেল ৪ টায় সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উক্ত মত বিনিময় অনুষ্ঠানে ক্রিকেট এসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) রাজনগর শাখার সভাপতি শাহ পাপলুর সভাপতিত্বে প্রধান অতি থি ষত ছিলেন রাজানগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ রাজনগর উপজেলা শাখার কোয়াব সভাপতি শাহ পাপলুর সভাপতিত্বে ও কোয়াব সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার কোয়াব সাধারন সম্পাদক জোয়াইর আহমদ। সালমান আহমদ রোখন আহমদ মাছুম রহমান এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের কোয়াব প্রতিনিধিরা বক্তব্য রাখেন তারা হলেন প্রকাশ পাল, ছালিক আহমেদ, মুহিবুর রহমান, সুজিব,লুছেফ, মন্জু, রায়হান আহমদ রেহান, মুস্তাফিজুর রহমান। মিটু, আফতাব। হাফিজুর রহমান,সজিব। তুসার। রোমান,ফাহিম, সালমান প্রমুখ।
মন্তব্য করুন