রাজনগরে পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা  অনুষ্ঠিত

December 8, 2020,

আউয়াল কালাম বেগ॥ বাংলাদেশ অপুষ্টির চক্র প্রতিরোধে  একটি প্রয়াস এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে ৮ ডিসেম্বর মঙ্গলবার জেলা পরিষদ অডিটোরিয়ামে সূচনা কর্মসূচির আয়োজনে পুষ্টি উন্নয়নে  জোরদারকরণ বিষয়ক  কর্মশালা  অনুষ্ঠিত  হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। প্রধান অতিাথি ছিলেন শাহজাহান খান উপজেলা পাষরিষদের চেয়ারম্যান।  বিশেষ অতিথি ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী,  আলাল মিয়া, এসি ল্যান্ড উর্মি রায়,  ডাঃ বর্নালী দাস ও সূচনার কাজী আলম।  সূচনার কোর্ডিনেটর আবু বক্করের  উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন দেবনাথ হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচীর মার্গারেট জুঁই দাস।সুমেনা বেগম পাঁচগাও,চায়না ধর মনসুরনগর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com