রাজনগরে শাহিদুর রহমান খান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে শাহিদুর রহমান খান (পাপলু) স্মৃতি ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৯ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন মরহুম শাহিদুর রহমান খানের পিতা মোঃ খয়ের খান মাষ্টার। উদ্বোধনী খেলায় ফতেহপুর বি’ এবং মুন্সিবাজার এ’ টিম অংশ গ্রহন করে। ফতেহপুর ইউনিয়ন ৪ একাদশ ১৫৫/৯ অভার ২০ সজিব অধিনায়ক ৩১ রান চার বলে ২৮ রান রাসেল ৪ অভার বল করে ২১ রান দিয়ে ২ ইউকেট । মুন্সিবাজার ইউনিয়ন এ একাদশ ১৫৮/৬ অভার১৫.২ রাসেল ১৩ বলে ৩৮ রান রায়েল ২৮ বলে ৩২ রান ইমরান ৪ অভারে ১৯ রান দিয়ে ২ ইউকেট। মুন্সিবাজার এ’ দল ৪ ইউকেটে জয়লাভ করে।
খেলায় রাসেল ম্যান দ্যা ম্যাচ নির্বাচিত হন খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহ জাবেদ ও আমিন খাঁন রেফারী ছিলেন রোমান আহমেদ। কোয়াব রাজনগর শাখার সভাপতি শাহ পাবলুর সভাপতিত্বে এবং জহির আহমদ জোয়াহিরের সঞ্চলনায় এ খেলা অনুষ্টিত হয়। উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে ২টি করে মোট ১৬টি টিম অংশ গ্রহন করছে।
এদিকে অদ্য ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ২ খেলায় টসে জিতে মনসুরনগন ইউনিয়নের এ দলের অধিনায়ক বলিং করার সিদ্ধান্ত নেন। শুরুতেই সালাম ২ উইকেট দিয়ে পাঁচগাঁও ইউনিয়ন এ’ দলকে ব্যাকফুটে ফেলে দেন। সেখান থেকে জহিরুল দলকে টেনে তুলেন। শেষ পর্যন্ত জহিরুলের ৪৩ বলে ৫৫ রানের সুবাদে দলীয় ৮০.৩ অভার শেষে ১৩২/১০ রানে থামে ইনিংস। মনসুরনগর দলের সোহাগ ৩টি উইকেট ও ইমাদ, রুজেল ২ উইকেট পান১৩৩ রানের টার্গেটে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দল দলের পক্ষে শাওন ৩২ বলে ৪৪ রান, দিপন ৩১ বলে ৩৯ রান। খেলায় ম্যান দ্যা ম্যাচ হয়েছেন শাওন। আম্পায়ার হিসাবে ছিলেন শাহ জাবেদ, ফাহিম আহমেদ ও ম্যাচ রেফারি ছিলেন রুমান আহমেদ।
মন্তব্য করুন