রাজনগরে সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংগার প্রতিবাদে মানববন্ধন

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে ১১ ডিসেম্বর শুক্রবার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে উপজেলা সাংস্কৃতিক জোটের উদ্যােগে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফয়ছল আহমদের সভাপতিত্বে ও জেলা সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, বীর মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, নেহার কান্তি আচার্ষ্য, আবু শহীদ আবু, টুটন মিয়া, উস্তার মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান বিকাশ মালাকার ও সৌরভ মালাকার প্রমুখ।
মন্তব্য করুন