রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে মেধা-বৃত্তি প্রদান অনুষ্ঠিত

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে ১২ ডিসেম্বর শনিবার রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে নিশাত ফাউন্ডেশন গয়ঘড় রাজনগর এর উদ্যোগে কৃতি ছাত্রদের মাঝে মেধা- বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
নিশাত ফাউন্ডেশন এর লুৎফর রহমান ও ফেরদৌস চৌধুরীর পারিবারিক অর্থায়নে রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের ছয়জন মেধাবী ছাত্রকে প্রথমবারের মত নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বকৎ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান । বিদ্যালয়ের সিনিওর শিক্ষক শংকর দুলাল দেবের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর করিম, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব খসরু চৌধুরী, শিক্ষক সুভ্রত কুমার সোম, জমির উদ্দিন, বাবলী রানী দেব বৃত্তি প্রাপ্ত ছাত্রদের মধো মাহফুজুর রহমান রাহি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিশাত ফাউন্ডেশন এর সদস্য সুলতান আহমেদ। বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্ররা হলেন অর্ক দেব, পুস্পিতা দেব পুজা, অনিশ দেব,হাবিবুর রহমান, পিংকু দেব ও মাহফুজুর রহমান রাহি।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের ছেলে রাহি অত্র িিবদ্যালয় থেকে ২০২০ সালে এস এস সি পরিক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছে এবং জেলার মধ্যে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে। জেলার মধ্যে মেধা তালিকায় পরবর্তিতে ঢাকা নটরডেম কলেজে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত কলেজে লেখা পড়া করছে।
মন্তব্য করুন