রাজনগরের গয়গড়ে ডাকাতি ডলার নগদ টাকা ও স্বর্ন লুট

December 15, 2020,

আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলার গয়গড় গ্রামের আমেরিকা প্রবাসী আকলু মিয়ার বাড়িতে ১২ ডিসেম্বর শনিবার রাতে এ ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতরা আকলু মিয়ার ছেলেকে অশ্্েরর মুখে জিম্মি করে আলমারীর চাবি নিয়ে রক্ষিত নগদ টাকা, ইউএসএ ডলার, স্বর্নালংকার সহ অন্যান্য মালামাল লুট করে।
গৃহকর্তা সাজু মিয়া জানান রাত অনুমানিক ১.৪০ মিনিটের সময় ৮/১০ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে প্রথমে তারা আমার বসত ঘরের কলাপস্যাবল গেইটের তালা ভেংগে ঘরে প্রবেশ করে ডাকাতদের পরনের পেন্ট পায়ের অর্ধেক উঠানো ছিল মুখে মাক্স পরা ছিল তারা সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেছে। গৃহকর্তা আরোও বলেন ডাকাতদের একজন আমার দিকে কাটা বন্দুক তাক করিয়ে আলমারির চাবি আদায় করে আলমারিতে রক্ষিত সাড়ে ১২ ভরি স্বর্ন ২২শ ইউএস ডলার, নগদ ৫৫ হাজার টাকা, ১টি টসিবা ল্যাপটব লুট করে পালিয়ে যায়।খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com