ইউরোর ফাইনালে লড়বে পর্তুগাল-ফ্রান্স
স্টাফ রিপোর্টার॥ ১০ জুলাই রোববার ইউরো-২০১৬এর ফাইনালে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি মাঠে গড়াবে । খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন। এই ম্যাচে দলের পাশাপাশি রোমাঞ্চ ছড়াবে রোনালদো-গ্রিজম্যান লড়াইও। তাই একটি ধ্রুপদি লড়াই উপভোগ করার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।
এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপে দুইবার মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও ফ্রান্স, ১৯৪৮ ও ২০০০ সালে আসরটি সেমিফাইনালে। দু’বারই জয় পেয়েছে ফরাসিরা। বিশ্বকাপে মোটে একবার মুখোমুখি হয় দু’দল। তা-ও আবার সেমিফাইনালে। ওই ম্যাচে জিনেদিন জিদানের একমাত্র গোলে জয় পায় ফ্রান্স।
তার চেয়েও বড় খবর, গত দশ ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে পর্তুগাল হেরে সবকটিতে। আর বিজয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। ঘরের মাঠে এ পর্যন্ত ১৫ ম্যাচে পর্তুগিজদের স্বাগত জানায় ফরাসিরা। এর মধ্যে ১২ ম্যাচে জয় পেয়েছে তারা। হেরে মাত্র দুটিতে। বাকি ম্যাচটি ড্র হয়েছে। সবশেষ দুই দলের সাক্ষাৎ হয় একটি প্রীতি ম্যাচে, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর। ওই ম্যাচে ফ্রান্সের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে যায় পর্তুগাল।
আজকের খেলায় ফ্রান্সের সম্ভাব্য একাদশ: লোরিস, সাঙ্গা, উমিতি, ক্লোসিনলি, এভ্রা, মাতুউদি, পল পগবা, সিসোকো, পায়েত, অলিভিয়ের জিরু ও অ্যান্টোনিও গ্রিজম্যান।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ: রুই প্যাট্রিসিও, গুয়েরেইরো, পেপে, ফন্টে, সোয়ারেস, মারিও সানচেজ, দানিলো, সিলভা, নানি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
মন্তব্য করুন