বৃষ্টি পড়ে : সেলিম আহমদ কাওছার

June 20, 2023,

বৃষ্টি পড়ে : সেলিম আহমদ কাওছার

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

নদী নালা যাচ্ছে ভরে

খোঁকা খুঁকি করছে খেলা

নদীর ধারে ঐ।

ছাতা মাথায় পাঠশালা যায়

জেরিন, মুবিন, জুই

প্রবল ঝড়ে ভিজে গেলো

তাদের সকল বই।

মায়ের কাছে ফিরে তারা

জোড়ে দিলো কান্না

হয়নি যাওয়া স্কুলে আজ

বাঁধা বৃষ্টি বন্যা।

বৃষ্টির সুরে রোমাঞ্চ করে

দোয়েল শালিক টিয়ে

কদম ফুলের মালা দিয়ে

হবে তাদের বিয়ে।

এমন সময় কালো তুঁফান

এলো তাদের দিকে

ভয়ে কাপে তারা সবে

আশা গেলো ফিঁকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন