মধু মাসের ফল : সেলিম আহমদ কাওছার

May 30, 2023,

মধু মাসের ফল

সেলিম আহমদ কাওছার

জৈষ্ঠ্য মাসকে সবাই জানি

মধু মাস বলে

মধু মাসে সোনার দেশে

নানা ফল ফলে।

মধু মাসের ফল ফলাদি

আম কাঁঠাল লিচু

জাম জামরুল আনারস আরও

বেশ মজাদার কিছু।

রসে ভরা ফলের জন্য

মধু মাস হয় নাম

মৌ মৌ ঘ্রাণে তার

ভরে শহর গ্রাম।

মধু মাসের মধুর ফল

সব জায়গাতে পাই

যার যার সামর্থ্য মতো

যা সকলে খাই।

অনেক আছেন নেই ক্ষমতা

ফসল কিনে খাবার

তাদের প্রতি একটু নজর

থাকে যেনো সবার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “মধু মাসের ফল : সেলিম আহমদ কাওছার”

  1. আমার লেখাটি প্রকাশ করায় আমি আপ্লূত হলাম। সম্পাদক মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

মন্তব্য করুন