শিক্ষক

September 15, 2022,

শিক্ষক তুমি মহান মানুষ গড়ার কারিগর,
তোমার দীক্ষায় প্রদীপ্ত আজি জ্ঞানের বাতিঘর।
অক্ষর, শব্দ কিংবা বাক্যের হাতেখড়ি,
প্রতিভাসিত হয় সদা তোমার হাত ধরি।
ভুবনটাকে চেনাও তুমি জ্বালাও প্রাণে আলো,
নিরক্ষরতার আঁধার ভেঙ্গে আলোর প্রদীপ জ্বালো।
দূর করাও জীবন থেকে মূর্খতা আর মন্দ,
জ্ঞানের শিখায় কেটে যায় সকল দ্বিধা-দ্বন্দ্ব।
শিশুর শারীরিক,মানসিক ও সামাজিক গুণাবলি,
তোমার জন্য এগিয়ে যায় দৃপ্ত পায়ে চলি ।
শিশুর নৈতিক, মানবিক ও আধ্যাত্মিকতার সাধন,
তুমিই যেনো ভরিয়ে তোল পূর্ণতা পায় জীবন ।
নান্দনিকতায় পূর্ণ করো দেশাত্মবোধ জাগাও,
উন্নত জীবনের স্বপ্ন দর্শনে এগিয়ে নিয়ে যাও ।
কবি-অনিতা দেব

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com