বিএনপিতে ‘জিরো টলারেন্স’ দলে অনুপ্রবেশ রুখতে কঠোর- জি কে গউছ

স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ বলেছেন “দল পূর্নগঠনে যে নির্দেশনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। জনগনের সূখে দু:খে দলের নেতৃবৃন্দ মানুষের পাশে থাকতে হবে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কোন অবস্থাতেই আমরা যেন নিজেদের মধ্যে হানাহানি দলাদলি করে দল ক্ষতিগ্রস্থ হয় জনগণের সামনে ইমেজ ক্ষুন্ন হয় এমন কিছু করা যাবে না।
তিনি বলেন, তৃণমূল থেকে সকল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা রয়েছে তা বাস্তবায়নে আমাদের সকলে সজাগ থাকতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন- বিএনপিতে কোন অবস্থাতেই যাতে স্বৈরাচারী হাসিনার কোন দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদ পদবিধারী কোন পর্যায়ের নেতা কর্মী ও হাসিনার দোসর ফ্যাসিবাদি অন্য কোন দলের কোন নেতা কর্মী যাতে বিএনপিতে অনুপ্রবেশ না করতে পারে এনিয়ে
দলীয় দায়িত্ব শীল নেতৃবৃন্দের প্রতি কঠোর নির্দেশনা দেন এবং বলেন – জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অর্থাৎ ৫ আগস্টের আগে ফ্যাসিস আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল এসমস্ত কোন দোসরকে যাতে স্থান না দেয়া হয় সেদিকে সকলকে কড়া সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন- এধরণের কাউকে দলে স্থান দিলে যার মাধ্যমে স্থান পাবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে । এর কোন ব্যত্যয় হবে না।
মঙ্গলবার ১২ আগস্ট ঐক্যের বার্তা নিয়ে মৌলভীবাজারে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির চারটি ইউনিটের সাংগঠনিক বিষয় নিয়ে মৌলভীবাজার পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এসব কথা বলেন।
সাংগঠনিক এ বিশেষ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
বিশেষ এ সভায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়ক নেতৃবৃন্দর সাথে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে দুই উপজেলার সুপার ফাইভ কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, দুইটি উপজেলার চারটি ইউনিটের দলপূর্নগঠনের সর্বশেষ সাংগঠনিক অবস্থা জানার জন্য এ বিশেষ সভার আয়োজন করা হয়। এ সভার উদ্দেশ্য ছিল সবার আগে সর্বসম্মতি ক্রমে দলের ঐক্য, এ দুই উপজেলার চারটি ইউনিটের কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে দলের কাউন্সিল ও সম্মেলনের বিষয়ে দীর্ঘসময় আলাপ আলোচনার পরিপেক্ষিতে কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল ও সম্মেলনের দিন ধার্য্য করা হয় আগামী ৬ সেপ্টেম্বর। এবং কমলগঞ্জ উপজেলা শাখার দলপূর্নগঠনে গতিশীলতা আনার জন্য আগামী বৃহস্পতিবার ১৪ আগস্ট স্থানীয় অডিটোরিয়ামে আহবায়ক কমিটির নেতৃত্বে একটি বর্ধিত সভার আহবান করা হয়েছে। যেখানে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন।
তিনি জানান,একইভাবে শ্রীমঙ্গল পৌর বিএনপি নিয়ে নেতৃবৃন্দের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে সর্বসম্মতক্রমে আগামী ৭ সেপ্টেম্বর কাউন্সিল এবং সম্মেলনের দিন ধার্য্য করা হয়। এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির চারটি ইউনিটের কর্মীসভা সম্পন্ন হয়েছে। বাকী পাঁচটি ইউনিটের কর্মী সম্মেলনের গতিশীলতার জন্য এবং ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীন যে মতবিরোধ দেখা দিয়েছে সামগ্রিক বিষয়ে পর্যালোচনার জন্য আগামী ১৮ আগস্ট পূর্নাঙ্গ আহবায়ক কমিটির বর্ধিত সভা আহবান করা হয়েছে স্থানীয় রোটারি ক্লাবে। এতে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন।
রিপন বলেন- দলকে বিভেদ মুক্ত থেকে দলকে অধিকতর জনগনকে সাথে নিয়ে দল যাতে কোন অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়, দলের ভিতরকার অভ্যন্তরীন বিরোধ, পারস্পরিক সম্মান, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা যেন দল পূনর্গঠনে শক্তি শালী ভুমিকা রাখতে পারি এবং তৃণমূল কে সুসংগঠিত করে একটি শক্তিশালী সংগঠনে রুপদিতে পারি সে লক্ষ্যই এ সাংগঠনিক সভার মূল লক্ষ্য ছিল। এ সভাটি শুরু হয় বিকেলে সাড়েতিনটায় শেষ হয় সন্ধ্যা সাতটার দিকে।
মন্তব্য করুন