শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

August 28, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট রাত সাড়ে ৮টায় শহরের সোনার বাংলা রোডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সোনার বাংলা এইচ এ মার্কেট ও নতুন বাজার দক্ষিণ রোর্ডের ব্যবসায়ী কমিটির সাধারণ আশরাফুল ইসলাম লিয়াকত।

টিম ডায়নামিকের সদস্য আবির আল আজাদ মাঈনুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী ও টিম ডায়নামিকের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহিন আহমেদ, শহরের ব্যবসায়ী হাফিজ উদ্দিন, শাহজাহান আহমদ, আব্দুল কাইয়ুম, আখতার হোসেন, আলতাফ হোসেন, রুমেল হোসেন, সোহরাব ইসলাম এবং খেলাফত যুব মজলিস নেতা মোজাহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনার বাংলা রোডে স্বপন নামে এক মাদক কারবারি দীর্ঘদিন যাবত রেলের জায়গা অবৈধভাবে দখল করে বসতঘর স্থাপন করে মাদক, ইয়াবা বেচাকেনা, সেবনসহ অসামাজিক কার্যকলপ চালিয়ে যাচ্ছে। কেউ কথা বললেই তার নেতৃত্বে মাদকসেবীরা ধারালো দাসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবাদকারীদের ওপর আক্রম চালায়। সম্প্রতি প্রতিবাদ করতে গেলে স্বপনের নেতৃত্বে মাদক কারবারীরা প্রতিবাদকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং দোকানপাঠে ইট নিক্ষেপ করে। কাজেই মাদক সম্রাট স্বপনসহ সকল মাদক কারবারীদের দ্রুত গ্রেফতার করে তার আস্তানা বন্ধ করে ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা করার সুযোগ দিতে হবে। নতুবা সকল ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বক্তারা আরো বলেন, যেকোনো পরিবার ও সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড করতে কোনো দ্বিধা করে না এবং মাদকাসক্তি সমাজে অপরাধপ্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে।

ব্যবসায়ীরা বলেন, মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। প্রশাসন মাদক কারবারী স্বপনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সোনার বাংলা রোড, নতুন বাজার, শাপলাবাগ এলাকায়প অবাধে মাদক বেচাকেনা, অবৈধ কার্যকলাপ বন্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com