শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন ৩ মাসের জন্য ‘রুল অ্যান্ড স্টে অর্ডার’ হাইকোর্টের

September 3, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন ৩ মাসের জন্য ‘রুল অ্যান্ড স্টে’ অর্ডার দিয়েছেন মহামান্য হাইকোর্ট। ‘শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশন কেন অবৈধ নয়’ মর্মে বিজ্ঞ আইনজীবির মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্টে একটি রিট পিটিশন (নং-১৪০৩৭) দাখিল করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন। এই রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার ২ সেপ্টেম্বর নির্বাচন ৩ মাসের জন্য ‘রুল অ্যান্ড স্টে’ এর আদেশ দেন।

রিট পিটিশন দাখিলকারী মেসার্স তাজিন এন্টারপ্রাইজের প্রোপাইটর মোহাম্মদ তাজ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিকেলে তিনি জানান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা শান্তি ও সম্প্রীতির মধ্যদিয়ে একসাথে ব্যবসা করছেন। কিন্তু আমাদের নিজেদের সমিতিতেই আমরা গত আট বছর ধরে আমাদের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক ভোটের অধিকার থেকে বঞ্চিত। সর্বশেষ ২০১৭ সালে ৩ বছরের মেয়াদে ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়। এরপর অতিরিক্ত ৫ বছর নির্বাচন না দিয়ে জোরপূর্বক ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক হুইপ ও কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এর নির্দেশনায় ক্ষমতার বিস্তার অদ্যব্দি পর্যন্ত বিনা ভোটে সমিতি চলছে।

৩১ জুলাই ২০২৫ তারিখে শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে ব্যবসায়ী সমিতির একটি সভা ডাকা হয়। সেই সভায় মুখ্য আলোচনার বিষয় ছিলো নতুন ভোটার তালিকা হালনাগাদ করে ব্যবসায়ী সমিতির নির্বাচন করা। এতে কর্ণপাত না করে ৭ আগস্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে পরবর্তীতে আমি ইউএনও মহোদয় বরাবর ১০ আগস্ট তারিখে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন ২০২৫ পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদপূর্বক নির্বাচন প্রদানের দাবিতে জন্য একটি আবেদন করি। পরবর্তীতে ২১ আগস্ট উক্ত আবেদনটি ইউএনও না মঞ্জুর করেন। পরবর্তীতে আমি জেলা প্রশাসক মো: ইসরাইল হোসন বরাবর ২৭ আগস্ট আরেকটি আবেদন করি।

আমরা সাধারণ ব্যবসায়ীরা আমাদের অধিকার থেকে বারবার বঞ্চিত হচ্ছি। ব্যবসায়ী সমিতি আদৌ ব্যাসায়ীদের পেশাগত মানোন্নয়নে কোন কার্যক্রম গ্রহণ করেনি, বিপদে আপদে পাশে থাকেনি। তাছাড়া সমিতির আয়-ব্যয় হিসাব ব্যাবসায়ীদের সম্মুখে কখনো প্রকাশ করা হয়নি, যা অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়।

আমিও একজন সাধারণ ব্যবসায়ী এবং সমিতির সদস্য (ভোটার সদস্য নং: ১১২৪)। আমাদের সকলের অধিকার আদায়ের জন্য আমি ন্যায় বিচার পেতে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্টে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে রিট পিটিশন (নং-১৪০৩৭) দাখিল করি।

স্মারক নং ০৫.৪৬.৫৮৮৩.০০.০২.০১০.২০.৮১২, তারিখ-৭/০৮/২০২৫ মুলে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশন কেন অবৈধ নয় মর্মে অদ্য ২ সেপ্টেম্বর তারিখে শুনানী পরবর্তী বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ ৩মাসের জন্য ‘রুল অ্যান্ড স্টে’ (Rule and Stay Orde)  দিয়েছেন।

মো: তাজ উদ্দিন বলেন, একদল কুচক্রী মহল আমাকে ব্যবসায়ী সমিতির প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করতে চায়। তবে আমি ও আমরা কারো প্রতিপক্ষ নই। ন্যায়-বিচারের আশায় সর্বোচ্চ আদালতে গিয়েছি। হাইকোর্টের আজকের এই রুল অ্যান্ড স্টে অর্ডার এটা আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং সাধারণ ব্যবসায়ীদের পক্ষে প্রাথমিক বিজয়। ভোটার তালিকা হালনাগাদ, বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের দাবি জানাচ্ছি উপজেলা প্রশাসনের কাছে।

এ ব্যপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন বলেন, ব্যবসায়ী সমিতির নির্বাচন মহামান্য হাইকোর্ট থেকে রুল অ্যান্ড স্টে করা হয়েছে এ মর্মে লিখিত কোনো চিঠি আমার অফিসে এখনো আসেনি। তবে যিনি রিট পিটিশন দাখিল করেছেন তিনি আমাকে মুঠোফোনে বিষয়টি অবগত করেছেন। এ বিষয়ে কোর্টের কাগজপত্র পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com