বড়লেখায় নিসচার ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

October 5, 2025,

আব্দুর রব : বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ উপজেলা শাখা ৩ দফা দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রোববার ৫ অক্টোবর বিকেলে বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর কার্যালয়ে সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের নেতৃত্বে নিসচা’র প্রতিনিধি দল স্মারকলিপিটি প্রদান করেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে তিন চাকার যানবাহনের নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, তিন চাকার যানবাহনের ডান পাশ বন্ধকরণ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণ।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য নয়ন চক্রবর্তী প্রমুখ।

ইউএনও গালিব চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে সংগঠনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com