কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ শিক্ষক সংবর্ধিত

October 5, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। রবিবার ৫ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষে আলোচনাসভা, গুণী শিক্ষক সংবর্ধনা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনায় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সংবর্ধিত ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, আবুল মনছুর, গুণী শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা শেষে উপজেলার ৫ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন গুণী শিক্ষক পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য ও করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তার।

এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবুল মনছুর এবং মনসুর মোহাম্মাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: জালাল আহমদ খান।

সভাশেষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com