মানবিক রক্তদান কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড

October 5, 2025,

এইচ ডি রুবেল : স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এর অনুষ্ঠানে সামাজিক ও মানবিক রক্তদান কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদ এবং জেলা শাখা সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম।

বাংলাদেশের মোট ৩০ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে কুলাউড়ার এই দুই কৃতি সন্তানকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। সমাজসেবা, রক্তদান ও মানবিক কর্মকাণ্ডে তাদের নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

“মানবাধিকার প্রতিদিন”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে গণমাধ্যম, সংস্কৃতি, চলচ্চিত্র ও সমাজসেবার সঙ্গে যুক্ত অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মো: মোজাম্মেল হক।

এছাড়াও আজীবন সম্মাননা পেয়েছেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম ও সাংবাদিক মো: মোজাম্মেল হক। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল মনোমুগ্ধকর ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com