শ্রীমঙ্গলে র‌্যালি, আলোচনাসভা ও শিক্ষক সম্মানার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

October 5, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সম্মাননার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

রোববার ৫ অক্টোবর সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের নটরডেম স্কুল এন্ড কলেজে দিবসটি উলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও গুনী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইসলাম উদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কমিটির নূরুল আলম সিদ্দিকী, জামাতে ইসলাম উপজেলা সেক্রেটারি কামরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, এনসিপি মৌলভীবাজার জেলা-যুগ্ম সমন্বয়ক নিলয় রশিদ তম্ময়, নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, ভূনবীর দশরত স্কুল এন্ড কলেজের শিক্ষক তারিক হাসান, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির, বিরাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মাওলানা করিম উদ্দিন, হাজী মেহেরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিন প্রমুখ।

অনুষ্টানে গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নজরুল ইসলাম, খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগজ্যেতি দেব, হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, ডোবাগাঁও বাহারুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুর রহিমকে গুনী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com