লোকালয় থেকে বিশাল আকৃতির অজগরসহ ২টি সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে বিশাল আকৃতির একটি অজগর। এছাড়াও মানুষের পালিত হাঁস ভক্ষণ করতে এসে ধরা পড়েছে আরেকটি অজগর সাপ।
রোববার ৫ অক্টোবর দুপুরে উপজেলার খাইছড়া চা-বাগানে লেকের পাড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাগানের ম্যানাজারকে জানায়। পরে চা বাগানের ম্যানাজার ডেপুটি সাদিকুল রহমান ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে নিয়ে খাইছড়া চা বাগান থেকে অজগ সাপটি উদ্ধার করেন।
সজল দেব জানান, উদ্ধার করা অজগরটি ১২ ফুট লম্বা ও প্রায় ২১ কেজি ওজনের।
এছাড়াও একই দিনে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর-ভাড়াউড়া গ্রামের পিন্টু দেবের বাড়িতে তাদের পালিত হাঁস খেতে এসে ধরা পড়েছে আরেকটি অজগর সাপ। সাপ দুটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মন্তব্য করুন