চোরাই পথে আসা ভারতীয় ফুসকা জব্দ, আ/ট/ক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে চোরাই পথে সংগ্রহ করা ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন একজন।
রোববার ৫ অক্টোবর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মো: মহিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার সিন্দুরখাঁন সড়ক থেকে সিন্দুরখান এলাকার শাহীন আলম এর ছেলে শিপন মিয়া (১৯)-কে আটক করেন। এসময় শিপনের সাথে থাকা সিএনজির ভিতর থেকে ৭টি বস্তাভর্তি ২২৪ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, স্এিনজিতে অবৈধ ভারতীয় ফুসকা পাচারকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা াাইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন