সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলীর স্মরণে শোক সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সদ্যপ্রয়াত প্রবীণ সাংবাদিক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর স্মরণে শোক সভা করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
রোববার ৫ অক্টোবর রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাব কতৃক আয়োজিত শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে প্রয়াতের স্মরণে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক. টিআইবি সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেছার আহমদ।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম,আব্দুল হাই ডনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব কোষাধ্যক্ষ মো. এহসানুল হক, সহ-সম্পাদক এম.মুসলিম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, সদস্য সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, মো. শাহাব উদ্দিন আহমেদ, মিজানুর রহমান আলম, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু ও শামীম আক্তার হোসেন। সভায় সদ্য প্রয়াত সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলীর জীবনের ওপর স্মৃতিচারণ করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ্য-প্রয়াত সাংবাদিক জীবদ্দশায় জাতীয় দৈনিক জনতাসহ অসংখ্য পত্রপত্রিকায় সততা ও সাহসীকতার সাথে সাংবাদিকতা করে গেছেন। তিনি বাধ্যক্ষ জনিত অসুস্থতায় ৬ সেপ্টেম্বর ২০২৫ সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন