কুলাউড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র মানববন্ধন

October 6, 2025,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ’র আয়োজনে পৌর শহরের উত্তরবাজারে ইসলামী ব্যাংকের সামনে সোমবার ৬ অক্টোবর সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো: শেলুর রহমানের সভাপতিত্বে ও দিদার হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের নেতা মাওলানা আছলাম হোসেন রহমানী। এসময় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী মো: আলাউদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, ব্যবসায়ী আবুল কাশেম আজাদ, এম এ জলিল, ছাব্বির আহমদ, চাকরি প্রত্যাশী নিজাম উদ্দীন ও জাফরান আহমদ। এসময় উপস্থিত ছিলেন খন্দকার আব্দুস সোবহান, কাজী জসিম উদ্দিন মামুন, দন্ত চিকিৎসক মবশ্বির আলী তালুকদার, খেলাফত মজলিস নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, আমজাদ হোসাইন, চাকরি প্রত্যাশী ফয়সাল আহমদ, আবু বক্কর মোহাম্মদ সিপন, সাইফুল ইসলামসহ অনেকেই।

উপস্থিত নেতৃবৃন্দরা দাবি জানান, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই করতে হবে। এছাড়া ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে এবং লুট করা টাকা ফেরত দিতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com