শ্রীমঙ্গলে আনসার কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠান

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: শরীফ উদ্দিন এঁর বিদায় সংবর্ধনা ও আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ-কে বরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এএনএম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, জুড়ী, মৌলভীবাজার তামিম আল জামান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। এছাড়াও উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারবৃন্দ উপস্থিত ছিরেন।
বিদায়ী শরীফ উদ্দিন সততা ও নিষ্টার সাথে সুদীর্ঘ প্রায় পাঁচ বছর শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে নিবিড়ভাবে কাজ করে গেছেন।
উপস্থিত সকলের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার পরবর্তী কর্মস্থল ও পারিবারিক জীবনের সমৃদ্ধি কামনা করেন এবং নবাগত কর্মকর্তার সাথে পথচলা আরও সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন