শ্রীমঙ্গলে আনসার কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠান

October 7, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৬ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: শরীফ উদ্দিন এঁর বিদায় সংবর্ধনা ও আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ-কে বরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এএনএম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, জুড়ী, মৌলভীবাজার তামিম আল জামান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। এছাড়াও উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারবৃন্দ উপস্থিত ছিরেন।

বিদায়ী শরীফ উদ্দিন সততা ও নিষ্টার সাথে সুদীর্ঘ প্রায় পাঁচ বছর শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে নিবিড়ভাবে কাজ করে গেছেন।

উপস্থিত সকলের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার পরবর্তী কর্মস্থল ও পারিবারিক জীবনের সমৃদ্ধি কামনা করেন এবং নবাগত কর্মকর্তার সাথে পথচলা আরও সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com