মুরগী খেতে খামারে এসে ধরা পড়ল বনবিড়াল

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মুরগী ধরে খেতে খামারে এসে ধরা পড়ল বনবিড়াল।
বুধবার ৭ অক্টোবর ভোরবেলা উপজেলার বরুণা হাজীপুর গ্রামের আব্দুল জলিল নামের এক খামারির খামারে একটি বনবিড়াল দলবল নিয়ে ডুকে খামারে থাকা খামারে থাকা ২৫/৩০টি মুরগ মেরে ফেলে।
পরে খামারের মালিক বনবিড়াল দেখে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডিশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে বনবিড়ালের বাচ্চাটিকে উদ্ধার করেন। সজল দেব জানান, খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে ওই খামার থেকে বনবিড়ালটি উদ্ধার করি। সেখানে আরও কয়েকটি বিড়াল ছিল, আমরা আসার আগে পালিয়ে গেছে। তার আগে খামারে তান্ডব চালিয়ে খামারে থাকা ২৫/৩০টি মুরগী মেরে ফেলেছে। এটি একটি জংলী বিড়াল। পরে বিড়ালটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন