বড়লেখা সীমান্তে ভারতীয় মহিষ আ/ট/ক
October 19, 2025,

আব্দুর রব : বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়লেখা উপজেলার বিওসি টিলা বিওপির টহলদল শনিবার ১৮ অক্টোবর রাতে সীমান্তের তিন কিলোমিটার অভ্যন্তরের সমনবাগ চা বাগান এলাকা থেকে চারটি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে।
জানা গেছে, চোরাকারবারিরা বিজিবি বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত দিয়ে ভারতীয় মহিষ পাচার করছিল। এসময় বিজিবির টহল দল ধাওয়া করে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী সমনবাগ চা বাগানের অভ্যন্তর থেকে চারটি ভারতীয় মহিষ আটক করে। বিজিবির ধাওয়ায় চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক ভারতীয় মহিষগুলো জুড়ী কাষ্টমসে জমা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন