বড়লেখায় জেলা শিক্ষা অফিসারের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন
আব্দুর রব : মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম ও সহকারি জেলা শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী ১৩ অক্টোবর সোমবার বড়লেখা উপজেলার ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তারা বিভিন্ন বিদ্যালয়ে চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতির ও একাডেমিক (পাঠদান) কার্যক্রমের খোঁজ খবর নেন। গুনগুত মানসম্পন্ন পাঠদানে শিক্ষকদের নানা দিক নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম উপজেলার দাসেরবাজার, দক্ষিন বাগিরপার, ঘগড়া, হাকালুকি, বড়ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী উপজেলার তালিমপুর, ছোটলেখা ও ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন বড়লেখা উপজেলা শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী।



মন্তব্য করুন