বড়লেখায় রূপায়ন নাট্য দলের আহ্বায়ক কমিটি গঠন

October 13, 2025,

আব্দুর রব : বড়লেখার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন রূপায়ন নাট্য দলের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার ১১ অক্টোবর রাতে পৌরশহরের হাটবন্দে নাট্যকর্মী খোকন পালের বাসভবনে সংস্কৃতিকর্মী লক্ষণ পালের সভাপতিত্বে আহ্বায়ক কমিটি গঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি ছিলেন নাট্যযোদ্ধা সিলেটের সভাপতি নাট্যজন ও সংগীত শিক্ষক তপন চৌধূরী এবং সাধারণ সম্পাদক কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স।

সভায় সর্বসম্মতিক্রমে নাট্যকর্মী খোকন পালকে আহ্বায়ক এবং নাট্যকর্মী মনিরুজ্জামানকে সদস্য সচিব করে রূপায়ন নাট্য দলের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন যুগ্ন-আহ্বায়ক-নাট্যকর্মী হালিমাতুন সাদিয়া লিলি, সদস্য নাট্যজন সুপ্রিয় দাস, নাট্যজন বনমালী আচার্য্য, নাট্যকর্মী প্রজেশ দত্ত এবং সংস্কৃতিকর্মী লক্ষণ পাল।

আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com