বড়লেখা উপজেলা ক্রিকেট কাপ, দক্ষিণভাগ ইউপি একাদশকে হারিয়ে পৌরসভা টিম চ্যাম্পিয়ন

November 1, 2025,

আব্দুর রব : বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত উপজেলা ক্রিকেট কাপ (সিজন ওয়ান) টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার দুপুরে বড়লেখা পিসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনালে দক্ষিণভাগ ইউপি ক্রিকেট একাদশকে ২৩ রানে হারিয়ে বড়লেখা পৌরসভা (ইষ্ট জোন) ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

১ নভেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি প্রদান করেন ইউএনও গালিব চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক জাতীয় দলের সাবেক খেলোয়াড় হাসিবুল হোসেন শান্ত।

এসোসিয়েশনের সভাপতি ক্রীড়া ভাষ্যকার এবি সিদ্দিকী দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু, ক্রীড়া সংগঠক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, ইউ,কে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বড়লেখা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com