সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে আলোচনা সভা

November 13, 2025,

স্টাফ রিপোর্টার : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। এই শ্লোগানকে ধারণ করে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে মৌলভীবাজারে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুজন এর নবনির্বাচিত জেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান।

১২ নভেম্বর বুধবার রাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে সুজন জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী ও নাট্যব্যক্তিত্ব রুহেল আহমদ চৌধুরী’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষাবীদ মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমীন।

বক্তব্য রাখেন আজাদুর রহমান আজাদ, এস এম উমেদ আলী, মাওলানা মকবুল হোসেন খান, জহর লাল দত্ত, নুরুল ইসলাম শেফুল, মু.ইমাদ উদ দীন, খছরু চৌধুরী, মোনায়েম খান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম, কাউছার ইকবাল, হুমায়েন আহমদ বাপ্পী, খিজির আহমদ জুলফিকার, মোহন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, সাংস্কৃতিক ও সমাজকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বক্তারা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ে দেশ ব্যাপী দীর্ঘ ২৩ বছর থেকে সুজন এর রাষ্ট্র ও নাগরিকদের কল্যাণে সার্বিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। এরই সাথে তারা রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com