দলীয় মনোনয়ন না পেয়েও বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের দোরগড়ায় ঘুরছেন সাজু 

November 24, 2025,

আব্দুর রব : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়েও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের দোরগড়ায় ঘুরছেন মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু। ধানের শীষকে বিজয়ী করতে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক ও ছাত্রদলের একাংশের নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকায় করছেন গণসংযোগ জনসভা ও উঠান বৈঠক।

২৪ নভেম্বর সোমবার রাতে উপজেলার বর্নি ইউনিয়নে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, নতুন রাষ্ট্র বিনির্মাণে কোথায় পরিবর্তন প্রয়োজন সরাসরি উপস্থিত জনগণের কাছ থেকে মতামত নেওয়ার লক্ষ্যে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরিফুল হক সাজু।

বর্ণি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও আমরা জাতীয়তাবাদী পরিবার বর্ণি ইউনিয়ন শাখার সভাপতি হাজী আব্দুস শুক্কুরে সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্টাতা সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতাব আলী, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, ফখরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মুজিব, যুবদল নেতা রুহেল আহমদ, মকবুল হোসেন সেবুল, আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com