শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার

November 24, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে এক সপ্তাহে ৪টি বন্যপ্রাণী উদ্ধারের পর বন বিভাগকে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার ২৪ নভেম্বর দুপুরে উপজেলার ইউসুবপুর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। এসময় উদ্ধার কাজে সহযোগীতা করেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদম গৌড়।

সজল দেব জানান, অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধারের পর স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ২৩ নভেম্বর মৌলভীবাজার সড়কের রাবার অফিস এলাকায় ধান কাটার সময় একটি অজগর সাপ দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর বনবিভাগে হস্তান্তর করা হয়।

বন ছেড়ে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসার কারণ জানতে চাইলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়াও বনের পরিবেশ বিপর্যয়কেই দায়ি করছেন তিনি। দ্রুত বনের পরিবেশ ফিরিয়ে না আনতে পারলে অনেক বিরল প্রাণীসহ অন্যান্য বন্যপ্রাণী বন থেকে হারিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com