কুলাউড়ায় ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী মো: সাইদুল হককে সংবর্ধনা
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামে বাগজুর হ্যারিকেন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও এস এইচ ফাউন্ডেশন এবং এস এইচ হাইপার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মো. সাইদুল হকের সংক্ষিপ্ত সফর শেষে প্রবাসে গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ জানুয়ারি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর কমিটির সভাপতি মাহবুবুর রহমান খালেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগজুর হ্যারিকেন্স স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ইউপি সদস্য মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মো: তোয়াহিদ আলী, মঈনউদ্দীন সোহান, মাওলানা মো. জুবায়ের আহমেদ এবং সুনামগঞ্জ জেলা ডিএসবি-তে কর্মরত পুলিশ সদস্য বদরুল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও সমাজকল্যাণে মো. সাইদুল হকের অবদানের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



মন্তব্য করুন