জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বাগত মিছিল

January 31, 2026,

স্টাফ রিপোর্টার : নিজ জেলা মৌলভীবাজারে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিশাল স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামি।

আগামী ৭ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের মৌলভীবাজারে আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামি। শনিবার ৩১ জানুয়ারি বিকেল ৫টায় প্রেসক্লাব চত্বর থেকে স্বাগত মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন সাবেক জেলা জামায়াতের আমির এবং মৌলভীবাজার-৩ আসনের দাড়িপাল্লার প্রার্থী আব্দুল মান্নান। স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন, জেলা  জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, সহকারি সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক আজিজসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com