মৌলভীবাজারে সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্বোধন
সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজারে সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০ জানুয়ারী বেলা ৩টায় মৌলভীবাজার জেলা শহরের ফরেষ্ট অফিস রোডে অপরাজিতা ভবন ৩য় তলায় সেলফ কনফিডেন্সে কোচিং সেন্টারের শুভ উদ্ধাধন অনুষ্ঠানে হিন্দু কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা কবি অসিত দেব।
সেলফ কনফিডেন্সে কোচিং সেন্টারের পরিচালক রিপন কান্তি ধর রুপকের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ইন্দ্রজিত দেব, ডেপুটি রেঞ্জার শিক্ষক চাম্পা লাল বৈদ্য, বনবিভাগের কর্মকর্তা বিপ্লব সরকার, ডাক বিভাগের সহকারী পরিদর্শক বিশ্বজিত দেব, মৌলভীবাজার সরকারি কলেজ হিসাব শাখার দয়াময় গোস্বামী, পুলিশে কর্মরত সংস্কৃতিকর্মী সন্ধীপ দাস শংকর, সমাজকর্মী বিপ্লব দাস, বাউলশিল্পী বিনয় কান্তি দেবনাথ, শিক্ষক প্রদীপ দেবনাথ।
এসময় আব্দুল লতিফ, নকুলেশ্বর দেবনাথ, পান্না কান্তি পাল, শিল্পী দাস, মীরা দাস, বিথীকা দাস, ঋতু সরকার, প্রণয় দেব, বিপ্রজিত মল্লিক, শ্রীকান্ত চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা কবি অসিত দেব তার বক্তব্যে বলেন, এমন উদ্যোগ সচরাচর কম দেখা যায়। অনেকেই ভিন্ন ব্যবসায়িক চিন্তা নিয়ে কোচিং সেন্টার খোলেন কিন্তু ব্যতিক্রম হলো সেলফ কনফিডেন্স কোচিং সেন্টার। তাদের ভূমিকা অতুলনীয়। তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে মানবসেবা। শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ধার্ষ্যকৃত কোন বেতনের বাধ্যবাধকতা নেই। তিনি সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের সফলতা কামনা করেছেন।
বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ইন্দ্রজিত দেব বলেন, আমাকে সম্মমননা স্মারক দেওয়ার জন্য এই কোচিং সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ অতিথি ডেপুটি রেঞ্জার শিক্ষক চাম্পা লাল বৈদ্য বলেন, সততা ও নিষ্ঠার মধ্যদিয়ে একদিন এই কোচিং সেন্টার তার লক্ষমাত্রায় পৌছাবে।
আলোচনা শেষে কবিতা পাঠ করেন কবি অসিত দেব, ইন্দ্রজিত দেব প্রমুখ। সংগীত পরিবেশন করেন ঋতু মল্লিক, ষষ্ঠী দেবনাথ পুজা, শ্রাবন্তি দেবনাথ, বিশ্বজিত দেব, শ্রীকান্ত চন্, সন্ধীপ দাস শংকর প্রমুখ। তবলায় ছিলেন দয়াময় গোস্বামি। পরে চা চক্রের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।



মন্তব্য করুন