মৌলভীবাজার-৩ আসনে দেয়ালঘড়ি মার্কার পক্ষে ব্যাপক প্রচারণায় মাওলানা আহমদ বিলাল

January 31, 2026,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী, দেয়ালঘড়ি মার্কার প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার ৩০ জানুয়ারি তিনি রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন। এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও তার সঙ্গে সক্রিয়ভাবে মাঠে কাজ করেন।

দুপুর ১২টায় করিমপুর চা বাগানে গণসংযোগ শেষে তিনি ইটা চা বাগান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করে দেয়ালঘড়ি মার্কার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এরপর বাদ আসর মৌলভীচক পয়েন্টে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব করাইয়া বাজারে গণসংযোগ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় তার প্রচারণা কার্যক্রম অব্যাহত ছিল।

এছাড়া তার পূর্বনির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে—রাত ৮টায় ইসলামপুর বাজারে গণসংযোগ, রাত সাড়ে ৮টায় তারাপাশা বাজারে গণসংযোগ এবং রাত ৯টায় পঞ্চানন্দপুর (কামাল মিয়ার বাড়ি) উঠান বৈঠকে অংশগ্রহণ।

একই সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলায় খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ চালান। মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার পক্ষে প্রচারণা করতে দেখা যায়।

গণসংযোগকালে মাওলানা আহমদ বিলাল ভোটারদের দোয়ারে দোয়ারে গিয়ে ইসলামী সমমনা ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ৫৪ বছরেও কোনো সরকার দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারেনি। স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তর করব। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও কৃষকের প্রয়োজনীয় সার, কীটনাশক ও বীজের দাম সহনীয় পর্যায়ে নেই। ক্ষমতায় গেলে এসব কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।

করিমপুর চা বাগানে গণসংযোগকালে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান ভাই জোটের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে গেছেন। সময়মতো প্রার্থিতা প্রত্যাহার করতে না পারায় তার প্রতীক ব্যালটে থাকলেও তিনি কোনো প্রচারণা করবেন না এবং আমার পক্ষেই কাজ করবেন।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ দেয়ালঘড়ি মার্কার বিজয় হবে। জামায়াতে ইসলামী ও শিবিরের ভাইয়েরা ইতোমধ্যে আমার পক্ষে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। আগামী দিনগুলোতে তারা আরও ব্যাপকভাবে মাঠে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com