আমি কোন দলীয় প্রার্থী নই তাই আমার কোন দলীয় মালিক নেই, আমার মালিক জনগণ-মহসীন মিয়া মধু

January 31, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের প্রত্যেকটি সংসদীয় আসনে প্রার্থীরা এখন প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন। প্রার্থীরা এখন ভোটারদেরর দ্বারে দ্বারে।

মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রাক্তন সদস্য মহসীন মিয়া মধু শ্রীমঙ্গল রামনগর, মতিগঞ্জ, ভুনবীর, শ্যামলী আবাসিক এলাকা ও সিন্দুরখান এলাকায় পথসভা, উঠান বৈঠক ও জনসংযোগ করেছেন। পরে ওই ঘরে ঘরে লিপলেট বিতরণ করে জনগনের কাছে ভোট চান তিনি।

শ্রীমঙ্গল রামনগর মনিপুরি পাড়ায় তার নির্বাচনী সভায় তিনি শ্রীমঙ্গল- কমলগঞ্জকে মডেল উপজেলা করার আশা ব্যক্ত করে বলেন, বিজয়ী হলে উন্নয়নের জন্য তার কাছে কাউকে আসতে হবেনা। তিনি নিজেই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমি কোন দলীয় প্রার্থী নই, দলীয় প্রার্থী হলে দলের নেতা তথা দলের কথা বলতে বলতে অনেক সময় চয়ে যেতো। আমার মালিক আপনারা জনগন। আমার যত কথা জনগণের জন্য। আর আপনরা আগেও দেখেছেন আমি যথন পৌরসভার মেয়র ছিলাম আমি শ্রীমঙ্গলকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করেছি। আমি কাজ করার সুযোগ পেলে এবার শ্রীমঙ্গল কমলগঞ্জ দুই উপজেলাকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। সন্ত্রাস দূর্ণীতি ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবেও আমার এলাকা মডেল হবে। এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে তার ফুটবল মার্কায় ভোট চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com