কুলাউড়া ও বড়লেখায় বিএনপি-জামায়াতকর্মী ১৫ জন আটক

December 30, 2013,

মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলায় গতকাল ২৯ ডিসেম্বর রোববার ভোরে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামাত কর্মী ১৪ জন গ্রেফতার। জানা যায়, রোববার ভোরে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আফতাব মিয়াকে(৪৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। ২৬ ডিসেম্বর অবরোধের সময় ব্রাহ্মণবাজার এলাকায় গাড়ি ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রোববার ভোরে বড়লেখা উপজেলার ভাইস চেয়ারম্যন ও জামায়াতের সুরা সদস্য এমদাদুল ইসলাম (৪৭), ইমান উদ্দিন (৩৪), পাবেল(২৫), বাবলু মিয়া(২৬), জাকির হোসেন (১৮), মুজিব উদ্দিন(২৬), নোমান আহমদ(২৯), আব্দুস ছত্তার (৩৪) ও তাজ উদ্দিন(৩২)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মৌলভীবাজারের পুলিশ তোফায়েল আহমদ বিষিয়টি নিশ্চিত করে জানান, গাড়ি ভাংচুরের মামলায় এজাহারভুক্ত আসামী ও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলায় গতকাল ২৯ ডিসেম্বর রোববার ভোরে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামাত কর্মী ১৪ জন গ্রেফতার। জানা যায়, রোববার ভোরে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আফতাব মিয়াকে(৪৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। ২৬ ডিসেম্বর অবরোধের সময় ব্রাহ্মণবাজার এলাকায় গাড়ি ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রোববার ভোরে বড়লেখা উপজেলার ভাইস চেয়ারম্যন ও জামায়াতের সুরা সদস্য এমদাদুল ইসলাম (৪৭), ইমান উদ্দিন (৩৪), পাবেল(২৫), বাবলু মিয়া(২৬), জাকির হোসেন (১৮), মুজিব উদ্দিন(২৬), নোমান আহমদ(২৯), আব্দুস ছত্তার (৩৪) ও তাজ উদ্দিন(৩২)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মৌলভীবাজারের পুলিশ তোফায়েল আহমদ বিষিয়টি নিশ্চিত করে জানান, গাড়ি ভাংচুরের মামলায় এজাহারভুক্ত আসামী ও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। কুলাউড়া অফিস॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com